প্রচ্ছদ পাতা

স্বপ্ন যেন বাস্তবতায় রূপ নিলো। যাদুর কাঠির মতো বিজ্ঞানের চমৎকার স্পর্শে যেন এই কয়েক দশকেই জাতি এক নতুন শতাব্দীতে পদার্পণ করল। বিজ্ঞানের এই অভাবনীয় অগ্রগতি ও উন্নতি বিশেষভাবে লক্ষণীয়। তারপরেও যেন পৃথিবীর বুকে শূন্যতা। কতোনা প্রশ্ন মানুষকে তাড়া করে ফিরছে। আর তার উত্তর যেন অতৃপ্ত আর অধরায় রয়ে যাচ্ছে আজোও। ধর্ম বিশ্বাস বা ধর্মই কেবল দিতে পারে মানুষ জাতিকে তার সকল উত্তর, তাকে করতে পারে পরিতৃপ্ত এবং পরিচালিত করে তার গন্তব্যে পৌঁছাতে। একজন বিজ্ঞানীকেও তার মতামত বা ধারণার উপর বিশ্বাস রেখেই পরিক্ষা নিরিক্ষার মাধ্যমেই সিদ্ধান্তে পৌঁছাতে হয়।

ফুরফুরা একটি নাম, যা এই দ্বীন বা ধর্মকে জাতি ও বিশ্বের কাছে নিখুঁত বিশ্লেষনের মাধ্যমে তুলে ধরছে। এই পবিত্র বংশের অত্যন্ত সম্মানিত ও মহৎ ব্যক্তিত্ব যিনি, তিনি পবিত্র লক্ষ্য নিয়ে অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর এই গুরুত্বপূর্ণ উদ্দেশ্যেই ফুরফুরার পরিচিতি আজ বিশ্ব দরবারে। বিজ্ঞানের অগ্রগতির এই যুগে আধুনিক ব্যক্তি হল সেই, যার বিচরন তথ্য ভাণ্ডারে। আমাদের প্রচেষ্টা এই ওয়েবসাইটকে সমৃদ্ধশালী তথ্যবহুল করে তুলে ধরা ও মূলত: ধর্মকে কোরআন-হাদিসের আলোকে বিশ্লেষন ও যুক্তির মাধ্যমে ব্যাখ্যা করা। সিদ্ধান্ত আপনার হাতে…………।