সিদ্দিকিয়া বিশ্ব ইসলাম মিশন
ফুরফুরার পীর মাওলানা আব্দুল হাই সিদ্দিকী রহ. ১৯৬০ সালে প্রতিষ্ঠা করেন সিদ্দিকীয়া বিশ্ব ইসলাম মিশন । বর্তমানে বাংলাদেশ ও ভারতে ২০ টির উপরে কমপ্লেক্স রয়েছে। মসজিদ, খানকাহ, মক্তব, এতিমখানা, হিফজ মাদ্রাসা, দরসে নেজামী বা আলিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয় সহ বহুমুখী দ্বীনি কার্যক্রম পরিচালিত হয় এসব কমপ্লেক্স থেকে। এসকল কমপ্লেক্স থেকে খ্রিষ্টান মিশনারী ও কাদিয়ানীদের অপতৎপরতা রুখতে দাঈদের সমন্বয়ে দাওয়াতী কার্যক্রম পরিচালিত হয়। ফুরফুরার গদ্দিনশীন পীর সাহেব হুজুরের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই সিদ্দিকীয়া বিশ্ব ইসলাম মিশন বহুমুখী দাওয়াতী খেদমত আঞ্জাম দিচ্ছে উম্মাহর কল্যাণে।